[english_date] | [bangla_day] | [bangla_date]
adv

সর্বশেষ

সাম্প্রতিক সব খবর »চট্টগ্রাম

মহানগর

ফটোগ্যালারী

সকল ছবি »

 • সেচনি নিয়ে পানি সেচ

  ‘শীতকাল কবে আসবে সুপর্না-আমি তিন মাস ঘুমিয়ে থাকব’ কবি ভাস্কর চক্রবর্তীর প্রিয় ঋতু শীতকাল এখন শেষের দিকে। শীতের প্রকোপে গ্রাম বাংলার খাল-বিল ডোবার পানি শুকিয়ে আসায় সেচনি দিয়ে পানি কমিয়ে আনা হয়, এরপর কাঁদার মাঝে চলে মৎস্য শিকার। ছবিটি চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তির হাট থেকে তুলেছে নিজস্ব আলোকচিত্রি অনুপম বড়ুয়া।
 • কামারের কর্ম

  একটু বেশি রোজগারের আশায় ভাদ্র মাসের শেষে দেবতা বিশ্বকর্মাকে ফুল-ফল, গঙ্গাজল ছাড়াও রৌপ্যলংকার দিয়ে পূজা দেয়া হয়েছে। কিন্তু রোজগার বাড়াতে শুধু ভাগ্য দেবতা নয়, সাথে প্রয়োজন হয় সৌভাগ্যের প্রসূতি পরিশ্রমেরও। কামারের হাতুড়ি চালানো হাড়ভাঙ্গা এ পরিশ্রমেই তৈরি হয় গৃহস্থালি কাজে ব্যবহার্য সব ধরণের লৌহজাত সামগ্রী। নগরীর মুরাদপুর এলাকার কামারদের কর্মযজ্ঞের ছবিটি তুলেছেন নিজস্ব আলোকচিত্রি অনুপম বড়ুয়া।
 • DSC_0220-300x199

  কে না চায় এই চরম গরমে একটু আরাম পেতে? কিন্তু কোলাহলমুখর এই তল্লাটে ঘর ছাড়া বিশ্রাম নেবার সেই জায়গা কোথায়? এই ছবিই এর প্রমাণ। ঝুঁকিযুক্ত এই নিশ্চিন্ত ঘুমের ছবিটি অাজ বিকেল তিনটার দিকে নগরীর লাভলেইন মোড়ের সড়কবিভাজকের উপর থেকে তুলেছেন সিটিজি নিউজের নিজস্ব আলোকচিত্রী অনুপম বড়ুয়া অনুপ
 • DSC_05211-300x199

  চলছে মধুমাস- পাকছে কাঁঠাল, আম, জাম, লিচুসহ অন্যান্য মধুফল। বাজারে এসব ফলের দাম এখন চড়া। তবু শুরুতেই এসবের স্বাদ গ্রহণে ভোজনরসিক বাঙালির আগ্রহ বরাবরই তুঙ্গে। নগরীর মোড়ে মোড়ে এসব ফলের পসরা সাজিয়ে বসেছে ভাসমান দোকানীরা। বিক্রি-বাট্টার সাথে লাভও হচ্ছে বেশ জানালেন বিক্রেতারা। ছবিটি নগরীর সিআরবি এলাকা থেকে আজ শুক্রবার দুপুরে তুলেছেন সিটিজি নিউজের নিজস্ব আলোকচিত্রী অনুপম বড়ুয়া অনুপ।
 • aaaa-Copy1-300x199

  নগরীর ফুটপাত গেছে হকারদের দখলে বহুআগেই। যানবাহন চলার সড়ক ধরে হাটছে পথচারীরা। এমন চিত্র আজ-কাল একদমই সাধারণ। কিন্তু রাস্তা দখল করে এভাবে আবর্জনার স্তূপ দিনের পর দিন ফেলে রাখা- এটাও সইতে হচ্ছে নগরবাসীকে। লাগছে ঘণ্টার পর ঘণ্টা যানজট তবুও যেনো সব-ই গা সওয়া হয়ে যাচ্ছে। ছবিটি অাজ সোমবার বিকেলে নগরীর পাঠানটুলী রোডের খানসাহেব স্কুলের পাশের সড়ক থেকে তোলা। লেখা: এম দীপ। ছবি- অনুপম বড়ুয়া অনুপ।

লাইফস্টাইল

লাইফস্টাইল এর সব খবর »


March 2015
M T W T F S S
« Feb    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Advertisement