সালমান খান কি বাবা হতে চান ?
বিনোদন ডেস্ক :: বলিউডের অন্যতম তারকা তিনি। সঙ্গীতা বিজলানি থেকে ঐশ্বরিয়া কিংবা ক্যাটরিনা কাইফ, বিতর্ক যেন কখনওই পিছু ছাড়ে না তার। আর এবার সেই বিতর্ক আরও কিছুটা উস্কে দিলেন সালমান খান। কেন জানেন?
ভারতের জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, এবার বাবা হতে চাইছেন সালমান খান। আগামী ২-৩ বছরের মধ্যেই সন্তানের বাবা হতে চাইছেন তিনি। আর সেই কারণে সারোগেসির সাহায্য নিতে পিছ পা হবেন না। তবে বিষয়টি নিয়ে সালমান নিজে এখনও কোনও মন্তব্য করেননি।
তবে সালমানের বাবা হওয়ার ইচ্ছে প্রকাশের পর থেকেই বলিউডে ফের জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি তুষার কাপুর এবং করণ জহরও বাবা হয়েছেন।
সিঙ্গেল ফাদার হিসেবেই তুষার যেমন লক্ষ্মকে বড় করছেন, তেমনি যশ, রুহিকে নিয়েও বেশ ভালোই আছেন করণও। এবার কি সিঙ্গেল ফাদার হওয়ার পালা সালমানের? সেটা অবশ্য সময়ই বলবে।
সিটিজিনিউজ / এসএ