ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় গোলের সেঞ্চুরি পূর্ণ করলেন মেসি
ক্রিয়া ডেস্ক :: লিওনেল মেসির জোড়া গোলে অলিম্পিয়াকোসের বিপক্ষে সহজ জয় পেয়েছে বার্সেলোনা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে গ্রীসের ক্লাবটিকে তারা হারিয়েছে ৩-১ গোলে। এ জয়ে নক আউট পর্বের দিকে অনেকটাই এগিয়ে গেলো বার্সেলোনা। শুরু থেকেই একতরফা আধিপত্য ধরে রেখে খেলতে থাকে বার্সেলোনা।
পুরো ম্যাচে ৭০ ভাগ বলের দখল ছিলো মেসিদের। গোলের শুরুটা অবশ্য করেছিলো অলিম্পিয়াকোসই। ১৮ দিমিত্রি নিকোলাও আত্মঘাতী গোলে করে এগিয়ে দেয় বার্সাকে।
বেশ কয়েকটি ভালো আক্রমণ করেও প্রথমার্ধে আর কোন গোল পায়নি কাতালানরা। বৃষ্টিস্নাত ম্যাচে বিরতির দুই মিনিট আগে ভাডিড ওডিডজাকে বাজে ট্যাকল করে লাল কার্ড পান জেরার্ড পিকে।
এরপর সুয়ারেজের ক্রস থেকে হেড করে বল জালে জড়ান পাওলিনহো। তবে অফসাইডের খাড়ায় সেবার লিড বাড়াতে পারেনি বার্সা। বিরতির পর দশ জনের দল নিয়েও এতোটুকু টলেনি বার্সা। বরং ৬১ এবং ৬৪ মিনিটে গোল করে জয় নিশ্চিত করেন মেসি।
নির্ধারিত সময়ের আগের মিনিটে ভুলের প্রায়শ্চিত্ত করেন দিমিত্রি নিকোলাও। তার গোল কেবল ব্যবধানই কমিয়েছে।
এ জয়ে ডি গ্রুপে তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে সবার উপরে আছে ভালভার্দের শীষ্যরা। দুই জয় এবং এক হারে দ্বিতীয় অবস্থানে আছে জুভেন্টাস।
সিটিজিনিউজ / এসএ