সুদীপ্তের মূল খুনিদের একজন পাপ্পু আটক

শনিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে নগরীর দেওয়ানহাট দুই নম্বর রেলগেইট এলাকা থেকে পাপ্পুকে আটক করেছে পুলিশ।
পাপ্পু নগরীর লালখানবাজারের বাঘঘোনা এলাকার মো. বাবুলের ছেলে।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার ( দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ বলেন, পাপ্পু লোহার পাইপ দিয়ে সুদীপ্তের মাথায় আঘাত করেছিল। সুদীপ্তকে আঘাত করে ফেরার পথে নগরীর তিন পোলের মাথা এলাকায় পাপ্পুদের বহনকারী অটোরিকশা বিকল হয়ে যায়। পাপ্পু লোহার পাইপ তিন পোলের মাথা এলাকায় ফেলে চলে যায়।
আনুমানিক ৩ ফুট লম্বা ওয়াসার লোহার পাইপটি তিন পোলের মাথা থেকে রাত সোয়া ১১ টার দিকে উদ্ধারের কথা জানিয়েছেন রউফ।
এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রহুল আমিন জানিয়েছেন, পাপ্পুকে সদরঘাট থানায় নিয়ে খুনের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। রোববার তাকে আদালতে হাজির করা হবে।
এর আগে একই ঘটনায় মোক্তার, বাবু ও খায়ের নামে তিনজনকে আটক করা হয়।
গত ৬ অক্টোবর নগরীর সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে সুদীপ্তকে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে খুন করে দুবৃর্ত্তরা।
সিটিজিনিউজ/এইচএম