স্ত্রী খুনের দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
রোববার (২২ অক্টোবর) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো.নজরুল ইসলাম এই রায় দিয়েছেন।
দণ্ডিত ইলিয়াছ বর্তমানে হাজতে আছেন। তার বাড়ি ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের কেচিয়া গ্রামে।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা পিপি সমীর দাশগুপ্ত বলেন, ইলিয়াছের সঙ্গে তার আপন চাচাতো বোন সাফিয়ার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু রঙ কালো হওয়ায় তাকে বিয়েতে অমত ছিল ইলিয়াছের। কিন্তু পরিবারের চাপে বাধ্য হয়ে ঘটনার চার মাস আগে সে সাফিয়াকে বিয়ে করে। তবে তার মনের মধ্যে খারাপ চিন্তা ছিল। স্ত্রী হিসেবে মানতে না পেরে সাফিয়াকে সে খুন করে।
২০১১ সালের ১৪ অক্টোবর ভোরে সাফিয়াকে খুন করে ইলিয়াছ। এই ঘটনায় সাফিয়ার বাবা মো.রফিক বাদি হয়ে ভুজপুর থানায় মামলা দায়ের করেন।
একই বছরের ১৮ ডিসেম্বর অভিযোগপত্র দাখিলের পর ২০১৩ সালের ১ সেপ্টেম্বর দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ প্রমাণে ১০ জনকে সাক্ষী হিসেবে আদালতে উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদি রফিক।
সিটিজিনিউজ/এইচএম