কেনেডি হত্যার গোপন নথি প্রকাশের নির্দেশ ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক :: সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যা বিষয়ক অতি গোপনীয় ২ হাজার ৮শটি নথি প্রকাশের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে জাতীয় নিরাপত্তা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে এমন তথ্য গোপন রাখা হবে বলে তিনি গণমাধ্যমকে জানান।
১৯৯২ সালে তৎকালীন মার্কিন কংগ্রেস ২৫ বছরের মধ্যে অর্থাৎ ২০১৭ সালের ২৬ অক্টোবরের মধ্যে সব নথি প্রকাশের প্রতিশ্রুতি দেয়। এরপর কয়েক দফায় কেনেডির হত্যাকাণ্ড সংশ্লিষ্ট ৯০ শতাংশ নথি জাতীয় আর্কাইভ প্রকাশ করে। তবে এখনো প্রায় ৩ হাজার নথি জনসমক্ষে আনা হয়নি।
ট্রাম্প সেই তথ্যগুলোর আংশিক প্রকাশের অনুমোদন দিয়েছেন। ১৯৬৩ সালে টেক্সাসের ডালাসে আততায়ীর গুলিতে নিহত হন কেনেডি। তার হত্যাকারী সন্দেহে মেক্সিকো বংশোদ্ভূত মার্কিন নৌবাহিনীর কর্মকর্তা লি হার্ভে অসওয়াল্ডে গ্রেফতার করা হলেও তিনি সব অভিযোগ অস্বীকার করেছিলেন। দুইদিন পর পুলিশি হেফাজতে লি হার্ভের মৃত্যু হলে মার্কিন ইতিহাসের সবচেয়ে রহস্যময় ঘটনায় পরিণত হয় কেনেডি হত্যাকাণ্ড।
সিটিজিনিউজ / এসএ