জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা চলতে কোন বাধা নেই
নিউজ ডেস্ক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে বেগম জিয়ার আবেদনের বিষয়ে কোন আদেশ দেননি আপিল বিভাগ।
এতে মামলাটি বিচারিক আদালতে চলতে আর কোনো বাধা থাকবে না।একই সঙ্গে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের ১১ আসামিকে পুনরায় জেরা করার আবেদনের বিষয়েও কোনো আদেশ দেননি আপিল বিভাগ।
সোমবার সকালে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুর ওহহাব মিয়ার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ কোনো আদেশ না দিয়ে মামলাটি নিষ্পত্তি করেন। এরআগে, গত ২৬ অক্টোবর শুনানি শেষে আদেশের এই দিন ধার্য করেছিলেন আদালত।
সিটিজিনিউজ /এসএ