সীতাকুণ্ডে দুই মাদকপাচারকারী আটক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব। এসময় দুজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় এই অভিযান চালায় র্যাব।
আটক দুজন হলেন মজিব (৩০) ও হুমায়ন (৪৭)।
আটক দুজন কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলগুলো কিনে চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছেন র্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান।
সিটিজিনিউজ/এইচএম