পতেঙ্গায় আগুনে পুড়ল ঝুটের গুদাম
নগরীর পতেঙ্গা থানাধীন হোসেন আহমদ হাউজিং কলোনি সড়কে তৈরি পোশাক কারখানার পরিত্যক্ত কাপড়ের টুকরার (ঝুট কাপড়) গুদাম আগুনে পুড়ে গেছে।
বৃহস্পতিবার (০৯ নভেম্বর) বেলা সোয়া একটার দিকে জহুরুল আলমের মালিকানাধীন গুদামটিতে আগুন ধরে যায়।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ইপিজেড স্টেশনের দুটি গাড়ি এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে গুদামটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে এক লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।
সিটিজিনিউজ/এইচএম