পেনিনসুলায় এরাবিয়ান ফুড ফেস্টিভেল শুক্রবার
ভোজন রসিকদের তৃপ্তি মেটাতে ও আরবের খাঁটি সুস্বাদু খাবারের পরিচিতি ঘটাতে নগরীর হোটেল দি পেনিনসুলায় শুরু হচ্ছে এরাবিয়ান ফুড ফেস্টিভেল।
শুক্রবার (১০ নভেম্বর) বেলা তিনটায় পেনিনসুলার লেগুনা রেস্টুরেন্টে মাসব্যাপী এই ফেস্টিভেলের উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। হোটেলের মহাব্যবস্থাপক মুসতাক লুহার সহ স্বনামধন্য কর্পোরেট ব্যক্তিত্বরাও এসময় উপস্থিত থাকবেন।
পেনিনসুলা কর্তৃপক্ষ জানায়, এরাবিয়ান ফুড ফেস্টিভেলে আরবের ঐতিহ্যবাহী রকমারি সব সুস্বাদু খাবার আরবীয় ঢংয়ে বুফে পদ্ধতিতে পরিবেশন করা হবে। আরবের বিখ্যাত ২০ এরও অধিক পদের খাবারের পাশাপাশি আন্তর্জাতিক মানের ১২০ পদের খাবার নিয়ে এবারের আয়োজন। এতে অসাধারণ রন্ধন শিল্পের সুস্বাদু খাবার উপহার দেবেন এরাবিয়ান শেফ মো. মনসুর আহামেদ।
ফেস্টিভেলে জনপ্রতি ব্যুফে প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০০ টাকা। তবে ফেস্টিভেলে ব্যুফে লাঞ্চে আকর্ষণীয় ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার থাকছে গ্রাহকদের জন্য। আগ্রহীদের বুকিংয়ের জন্য ০১৭৫৫৫৫৪৫৫২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। ফেস্টিভেল চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
সিটিজিনিউজ/এইচএম