হিটলারের মূর্তিতে স্যালুট করায়, সমালোচনার ঝড় ইন্দোনেশিয়ায়
আন্তর্জাতিক ডেস্ক :: ইন্দোনেশিয়ার একটি জাদুঘর থেকে সরিয়ে ফেলা হয়েছে এডলফ হিটলারের মোমের মূর্তি।হাজার হাজার দর্শনার্থী এ মোমের মূর্তির পাশে দাড়িয়ে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতো।
সম্প্রতি একদল কিশোর কমলা রঙের পোশাক পরে হিটলারের মূর্তিতে স্যালুট দিয়ে ছবি প্রকাশ করলে ছবিটি কঠোর সমালোচনার মুখে পড়ে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রবল বিক্ষোভের মুখে পড়ে ডে আর্কা স্ট্যাচু আর্ট নামের ঐ জাদুঘর থেকে অপসারণ করা হয় হিটলারের মূর্তিটি।
জাদুঘর কর্তৃপক্ষ জানায়, তারা কেবল মাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে এটা স্থাপন করে। হিটলারের নেতৃত্বে নাৎসি বাহিনীর গণহত্যায় ৬০ লাখ ইহুদি নিহত হয়।
সিটিজিনিউজ/আই.এস