অপহরণের দায়ে মালেশিয়ায় বাংলাদেশিসহ পাঁচজনকে গ্রেফতার
নিউজ ডেস্ক :: মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে অপহরণের দায়ে পাঁচজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। জহুর প্রদেশের ইস্কান্দার পুতেরি থেকে তাদের গ্রেফতার করা হয়।
স্থানীয় পুলিশ প্রধান এপিসি নূর হাশিম মোহাম্মদ জানান, মালয়েশিয়ায় থাকা অপহৃত ভাতিজার অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে চার পুরুষ ও এক নারীকে গ্রেফতার করেছে।
অভিযোগে বলা হয়, শুক্রবার বিকেলে অপহরণকারীকে ওই বাংলাদেশি তুলে নিয়ে যায়। পরে অপহৃত ব্যক্তির মোবাইল নম্বর থেকে তার ভাতিজার কাছে কল করে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
টাকা না দিলে তাকে মেরে ফেলারও হুমকি দেয় অপহরণকারীরা। মঙ্গলবার ইস্কান্দার পুতেরি শহরের পুলিশ কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
সিটিজিনিউজ/এসএ