সাংবাদিক রিয়াজ হায়দারের শয্যাপাশে পাশে জোবায়ের
সন্ত্রাসীদের অতর্কিত হামলায় আহত চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে১৮ নভেম্বর দেখতে যান সাতকানিয়া পৌরসভার মেয়র ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম.আর. আজিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইঞ্জিনিয়ার সনাতন চক্রবর্ত্তী বিজয়, সাবেক ছাত্রনেতা মোঃ আব্দুল্লাহ, মিরা সুলতানা, ইসরাত জাহান জ্যোতি প্রমুখ।
এসময় মোঃ জোবায়ের বলেন, রিয়াজ ভাইয়ের মত সজ্জন ব্যক্তির উপর এ হামলা ন্যাক্কারজনক ও নিন্দনীয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে ভবিষ্যতে এধরণের অনৈতিক কর্মকান্ড করার সাহস পাবেনা দুষ্কৃতিকারীরা।
সিটিজিনিউজ/এইচএম