শাহ আমানত সেতু এলাকায় ইয়াবাসহ গ্রেফতার ১
কর্ণফুলী শাহ আমানত সেতুর টোল প্লাজার দক্ষিণ পাশ থেকে ১২০০ পিস ইয়াবাসহ লোহাগাড়ার মোহাম্মদ আইয়ুবকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।
কর্ণফুলী থানা পুলিশ মঙ্গলবার (২৮ নভেম্বর) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।
থানার ডিউটি অফিসার এসআই আবদুল ওহাবরন জানান, টোল প্লাজার পাশে কামাল ফিলিং স্টেশনের সামনে ইয়াবা নিয়ে অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে আইয়ুব। পরে তাকে ধাওয়া দিয়ে গ্রেফতার করা হয়।
আইয়ুবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান এসআই ওহাব।
সিটিজিনিউজ/এইচএম