বর্নিল আয়োজনে চতুর্থ চার্টার্ড নাইট অনুষ্ঠিত
বর্নিল আয়োজনে চতুর্থ চার্টার্ড নাইট উদযাপন করেছে তরুন রোটারিয়ানদের সংগঠন রোটারী ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেট। শুক্রবার (১ ডিসেম্বর) রাতে নগরীর একটি হোটেলে এই অনুষ্ঠান হযেছে।
রোটারী ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেট এর প্রেসিডেন্ট প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন আশরাফুল ইসলাম আলভী ।
উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৩২৮২ এর অতিরিক্ত প্রধান উপদেষ্টা ডা.মাইনুল ইসলাম মাহমুদ, আবু আজমল পাঠান, ট্রেজারার মো: মনিরুজ্জামান, এডিশনাল ডিস্ট্রিক্ট ট্রেনার নুরুল আলম কিরন, ডা.বেলাল উদ্দীন আহমেদ, অ্যাসিসট্যান্ট গভর্নর কামরুল মোর্শেদ তমাল, আইপিপি ডা: কামাল হোসেন জুয়েল, নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট জোবায়ের হোসেন শিবলু, সেক্রেটারি মাসুদ মোর্শেদ, ভাইস প্রেসিডেন্ট রোবায়েত আবেদিন, ট্রেজারার সরোজ বড়ুয়া, দিনার সাজ্জাদ, স্থপতি মিজানুর রহমান, মুহিবুর রহমান, রেজাউল করিম।
অনুষ্ঠানের শেষপর্বে ছিল পাওয়ার ভয়েস খ্যাত আনিকা এবং মেড ইন বাংলাদেশ খ্যাত ফোক সংগীতের তরুন গায়ক ইমরান হোসেন এর মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা ।
সিটিজিনিউজ/এইচএম