ফিলিস্তিনের সঙ্গে ইসরাইলি বাহিনীর সংঘর্ষ
আন্তর্জাতিক ডেস্ক :: জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার প্রতিবাদে ফিলিস্তিনীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বিক্ষোভের এক পর্যায়ে ফিলিস্তিনের সঙ্গে ইসরাইলি বাহিনীর সংঘর্ষে অন্তত ৩১ জন আহত হয়।
তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিরা রাস্তায় নেমে বিক্ষোভ করলে ইসরাইলী সেনারা তাদের বাধা দেয়ার চেষ্টা করে। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালানোর পাশাপাশি সেনাবাহিনীকে লক্ষ্য করে ঢিল ছুড়লে পাল্টা রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে ইসরাইলী বাহিনী। শুক্রবার থেকে নতুন ইন্তিফাদার ডাক দিয়েছে সশস্ত্র সংগঠন হামাস।
স্থানীয় গণমাধ্যমে দেয়া ভাষণে হামাস নেতারা, এই ইন্তিফাদায় অংশ নিতে ফিলিস্তিনের রাজপথে নামার আহ্বান জানায়। এ অবস্থায় পশ্চিম তীরে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ইসরাইল।
সিটিজিনিউজ/আইএস