অসুস্থ মুক্তিযোদ্ধার চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ডার এনামুল হক চৌধুরী পায়ে আঘাত পেয়ে চট্টগ্রাম বন্দর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী নামাজের জানাজা শেষ করে মঞ্চ থেকে পরে গিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ উপদেষ্টা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ডার এনামুল হক চৌধুরী গুরুত্বর আহত হন গত ১৫ ডিসেম্বর প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি হন। পরে তিনি চট্টগ্রাম বন্দর হাসপাতালে দীর্ঘ ১০দিন যাবত চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তাঁর ডান পায়ে অস্ত্র পাচার হয়।
প্রজন্ম মুক্তিযোদ্ধার সন্তান চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ ও তাঁর পরিবার এক যুদ্ধ বিবৃতিতে বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ উপদেষ্টা মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরী উন্নত চিকিৎসার খুব জরুরি হয়ে পড়েছে। নেতৃবৃন্দরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য যে ১৯৮৮সালে ২৪ জানুয়ারি ঐতিহাসিক লালদিঘীর ময়দানে তৎকালীন শাসক গোষ্ঠীর প্রত্যক্ষ মদদে শেখ হাসিনার মিছিলে নির্লজ্জ হামলায় বাংলাদেশ ব্যাংকের সামনে মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরী আহত হয়েছিলেন।
সিটিজিনিউজ/এইচএম