প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে সাজছে চট্টগ্রাম
রাষ্ট্রপতির কুচকাওয়াজ উপলক্ষ্যে ২৪ ডিসেম্বর এবং ২৭ ডিসেম্বর চট্টগ্রাম আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাঁর চট্টগ্রাম আগমন উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সড়ক সংস্কার, মিডআইল্যান্ড রংকরণ, আবর্জনা অপসারণ এবং সড়কবাতি স্থাপনের কাজ করছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র নিছার উদ্দীন আহমদ মঞ্জু ২৩ ডিসেম্বর শনিবার, নগরীর এয়ারপোর্ট রোড, শেখ মুজিব রোড, নেভাল এভিনিউ রোড, সিডিএ এভিনিউ রোড, বায়েজিদ বোস্তামী রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক সমূহ পরিদর্শন করেন।
এ সময় ভারপ্রাপ্ত মেয়রের সঙ্গে কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী, পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী ও হাসান রশিদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন। ভারপ্রাপ্ত মেয়র সংস্কার ও পরিচ্ছন্নতার কাজ নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করার নির্দেশনা দেন।
সিটিজিনিউজ/এইচএম