বই উৎসব জিয়াউল উলুম ফাযিল মাদরাসায়
দেশ ব্যাপী জাতীয় পাঠ্য পূস্তক বিতরণী উৎসবের অংশ হিসাবে ১জানুয়ারি সোমবার বেলা ১১টায় বুড়িশ্চর জিয়াউল উলুম ফাযিল মাদরাসায় বই উৎসব পালিত হয়।
এ উপলক্ষে আয়োজিত পাঠ্য বই বিতরণী সভায় অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীনের সভাপতিত্বে মাষ্টার নাছির উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ নূরুল আমিন,আল্লামা আবদুল মাবুদ, আল্লামা মনজুর হায়দার ছিদ্দিকী, শেখ ফয়েজুল্লাহ আহমদ, ইলিয়াছ মোহাম্মদ শোয়াইব, মন্জুরুল কাদের, আল্লামা ফরিদুল হক চৌধুরী, রুহুল কাদের চৌধুরী, সৈয়দ নূর, আল্লামা আবু তাহের ফারুকী,আল্লামা মোরশেদুল কাদেরী প্রমূখ।
পরে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিয়ে ইসলামী প্রথানুসারে ছবকদানান্তে সালাত-সালামের মাধ্যমে শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সিটিজিনিউজ/এইচএম