ছুরিসহ ছিনতাইকারী আটক অক্সিজেন মোড়ে
দুইটি ছুরিসহ রাশেদ রানা (৩৫) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (০৪ মার্চ) রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন মোড়ের রেল বিটের পাশ থেকে তাকে আটক করা হয়।
রাশেদ রানা কুমিল্লার বরুড়া উপজেলার মহেশপুরের আব্দুল কাদেরের ছেলে।
র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অক্সিজেন মোড় এলাকায় অভিযান চালানো হয়। র্যাবের লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমানের নেতৃত্বে অভিযানে ২টি ছুরিসহ রাশেদ রানা নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। সে নগরীর বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ করে আসছিল।