সমুদ্রের কিনারায় প্রতিনিয়ত বয়ে যায় বিশুদ্ধ বাতাস ।যদি সমুদ্রের পাশে গড়ে ওঠে কোন ইটভাটা তাহলে দেখা দেয় বিপত্তি। সৌন্দর্য বিলীন হতে থাকে ক্রমাগত , বিশুদ্ধ বাতাস হয় দূষিত।কালো ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে যায় উপকূলীয় এলাকা।
ইটভাটার চুল্লি হতে নির্গত কালো ধোঁয়া প্রতিনিয়ত দূষিত করছে সমুদ্র পাড়ের পরিবেশ। ব্যস্ততম চট্টগ্রাম নগরীর নাগরিকরা ছুটি কাটানোর জন্য বন্ধের দিনগুলোতে ঘুরতে যায় বিভিন্ন পর্যটন স্পটে।
বন্ধের দিনগুলোতে ঘুরতে গিয়ে যদি সম্মুখীন হতে হয় কালো ধোঁয়ায় ছেয়ে যাওয়া দূষিত বাতাসে বিনষ্ট পরিবেশে তাহলে ছুটির দিনটাই হয়ে যায় মাটি।
তেমনি বন্দর নগরীর কাট্টলী বীচের কিনারায় গড়ে ওঠা ইটভাটার চুল্লি হতে নির্গত কালো ধোঁয়ার একটি ভিডিও ফুটেজ ধরা পড়লো সিটিজিনিউজের ক্যামেরায়।
সিটিজিনিউজ / এসএ