
সীতাকুণ্ডে ডায়াবেটিক সেন্টারের বর্ষপূতি পালন
বছরব্যাপী স্বল্প খরচে ডায়াবেটিস রোগীদের চিকিৎসা
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৯:১১:০৬,অপরাহ্ন ১৯ নভেম্বর ২০১৯পৌরসদরস্থ মডার্ন হাসপাতালে বছরব্যাপী ডায়াবেটিস রোগীদের স্বল্পমূল্যে সকল ধরনের চিকিৎসা সেবা প্রদান করে আসছেন।
ডায়াবেটিক চিকিৎসার সেবার এক বছর পূর্তিতে মঙ্গলবার (১৯নভেম্বর) সকাল ১১টায় মডার্ণ হাসপাতালের কনফারেন্স রুমে সীতাকুণ্ডে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় ডায়াবেটিকস রোগীদের সেবা নিয়ে বিভিন্ন আলোচনা করেন মডার্ণ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ খালেদ মোশাররফ।
হাসপাতালের পরিচালক ইমাম হোসেন স্বপন এর সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় ডায়াবেটিস রোগ থেকে নিজেকে বাঁচাতে ও এর চিকিৎসা সম্পর্কে আলোচনা করেন চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের আরএমও ডাক্তার ইফতেখার উদ্দিন ও হাসপাতালের পরিচালক ডাক্তার আফরোজা তালুকদার।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী,সেক্রেটারী লিটন চৌধুরী,প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত, অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, সাংবাদিক জহিরুল ইসলাম প্রমুখ।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক খালেদ মোশাররফ জানান,বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ডায়াবেটিক রোগীদের সপ্তাহে ৬দিন চিকিৎসা সেবা দিয়ে আসছেন মডার্নন হাসপাতা এ চালু হওয়া ডায়াবেটিক সেন্টার। তারা ডায়াবেটিস রোগীদের জন্য সম্পূর্ণ ভূর্তুকী দিয়ে এ সেবা চালিয়ে যাচ্ছে। তিনি আরো জানান, ডায়াবেটিস রোগীদের সচেতনতাই হচ্ছে মূল ভিত্তি।
আমরা স্বল্পমূল্যে বছরব্যাপী ডায়াবেটিস রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি এবং ভবিষ্যতেও এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। ডায়াবেটিস রোগীদের জন্য আমাদের সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে আমরা এই সেন্টার প্রতিষ্ঠা করেছি। সীতাকুণ্ডের ডায়াবেটিস রোগীরা স্বল্প খরচে সারা বছর ব্যাপী এখান থেকে মাত্র ১০০ টাকার বিনিময়ে ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎস।
স্বল্পমূল্যে সব ধরনের ডায়াবেটিসের চিকিৎসা সেবা নিতে পারবেন এবং আমরা এক্ষেত্রে রোগীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করি।
