
৪৫ টাকায় পেঁয়াজ পেয়ে খুশী নিম্নবিত্তরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ৯:২১:৩৬,অপরাহ্ন ১৯ নভেম্বর ২০১৯সাধারণ মানুষের পেঁয়াজ কেনা সহজলভ্য করতে নগরীর ছয়টি স্পটে ট্রাকে করে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
মঙ্গলবার (১৯ নভেম্বর)দুপুরে ৪৫ টাকা দামে পেঁয়াজ বিক্রি শুরু করেন টিসিবি।
সরেজমিন নগরীর বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, পেঁয়াজ কিনতে এসেছেন নিম্নবিত্ত থেকে শুরু করে বয়জ্যেষ্ঠ এবং ছোট শিশু কিশোরাও।কার আগে কে টাকা দিবে এই তাগাদাও ছিলো পেঁয়াজ কিনতে আসা ক্রেতাদের ।
চট্টগ্রামের আঞ্চলিক প্রধান জামাল উদ্দীন আহম্মেদ বলেন, দুপুর ১ টা থেকে শুরু হয়ে বিকেল ৫ টা পয়ন্ত চলবে এ কার্যক্রম।প্রত্যেককে সর্বোচ্চ এক কেজি করে পেঁয়াজ দেওয়া হবে ।
তিনি জানান, প্রতি ট্রাকে ১ টন করে পেঁয়াজ ৬ টি ট্রাকে বিক্রি হচ্ছে কোতোয়ালি, বায়েজিদ, পাহাড়তলী, হালিশহর, বন্দর ও ইপিজেড থানায় । যেকোনো এলাকার মানুষ এসব স্থান থেকে পেঁয়াজ কিনতে পারবেন।
পেঁয়াজ কিনতে আসা গৃহিণী পারভিন আক্তার সিটিজি নিউজকে বলেন, মানুষের ভিড়ে পেরিয়ে কম দামে পেঁয়াজ কিনতে পারায় খুশি লাগছে।
টেম্পু চালক রাশেদ উদ্দিন বলেন, প্রায় আধা ঘন্টা লাইনে দাড়িয়ে পেঁয়াজ পেলাম ।২৫০ টাকার পেঁয়াজ মাত্র ৪৫ টাকায় পাওয়াটা সৌভাগ্যের বিষয়।
সিটিজি নিউজ/জেএইচ
