ব্রিটেনে ১টি পদের জন্য ১ হাজার প্রার্থীর আবেদন
করোনাভাইরস মহামারি পরবর্তীতে কাজের ক্ষেত্রে এক মহা হতাশার বার্তা বহন করছে।অনেকেই জানেন না তাদের কাজ আছে কি নাই ? অনেকে ফার্লোতে আছেন কিন্তু ভবিষ্যত অনিশ্চিতা।কি হবে কি হবেনা এনিয়ে দু:শ্চিন্তায় দিন কাঁটাতেছেন অনেক শ্রমিক।তাই একটি কাজের অফার পেলে হুমরী খেয়ে পরছেন অনেকেই।
ব্রিটেনের অন্যতম শহর লিড্সের নর্দান মন্ক ব্রিউং কোম্পানির প্যাকেজিং এর একটি কাজের জন্য অন লাইনে আবেদনের কথা বলা হলে তিন সপ্তাহের সময়ের মধ্যে ১০২১ জন প্রার্থী আবেদন করে এক ইতিহাসের সৃস্টি করে। এইচ আর ম্যানেজার সফিয়া লেনন বলেন,” জবের যে এত ক্রাইসেস সেটা এই বিজ্ঞাপনের মাধ্যমে কিছুটা বুঝতে পারলাম । একটি জবের জন্য প্রথম দিনেই বহু সংখ্যক আবেদন জমা পরে যা কল্পনার অতীত। প্রথম দিনেই হয়তো স্টপ করে দিতে পারতাম তবে নির্দিষ্ট তিন সপ্তাহে দেখা গেলো এক হাজারেরও বেশী আবেদন জমা পরেছে।আমরা এখন বাছাই করে নিতে বা প্রার্থী নির্বাচনে হিমশিম খাচ্ছি,”।এছাড়া অনেকে আবার শিক্ষাগত যোগ্যতার চেয়ে নিচের পদে কাজে আবেদন করছেন। করোনাভাইরস মহামারির পর শ্রমিকদের মধ্যে যে হতাশার প্রভাব পরেছে এটা কাঁটিয়ে উঠতে সরকারকে আরো নতুন নতুন পদক্ষেপ গ্রহন করতে হবে।জব ডাটা ফার্ম ওয়েব সাইড তথ্য মতে জব ভ্যাকান্সিস গত বছরের তুলনায় শতকরা ৫৯ পারসেন্ট কমে গেছে। ইনিস্টিটিউট অফ ইমপ্লোয়মেন্ট স্টাটিজ (IES) কর্মকর্তা টনি উলসনের মতে, ব্রিটেনে শ্রমিকদের কর্ম ক্ষেত্র এখন এক হতাশা বিরাজ করছে। নতুন শ্রমিক নিয়োগে স্থবিরতা হয়ে আছে।এটা সরকারের জন্য বড় চ্যালেন্জ।