করোনা’য় নগরীর উদ্যোক্তাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে ফেসবুক ই-কমার্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১১:৫৯:৫৭,অপরাহ্ন ০৯ নভেম্বর ২০২০নিজস্ব প্রতিবেদক: করোনা’য় সাধারণ জনগণ যখন গৃহবন্দী হয়ে পড়ে, তখন মুখ থুবড়ে পড়ে ছোট থেকে বড় সকল ধরনের ব্যবসায়ীরা। হাতে গোণা কয়েকটি ব্যবসা তখনো টিকে থাকলেও চোখে অন্ধকার দেখেন অন্য উদ্যোক্তারা।
ঠিক তখনই আলোর দিশা হয়ে দেখা দেয় ফেসবুক ভিত্তিক ই-কমার্স সাইটগুলো। এ সময় সব শ্রেণিপেশার মানুষের অনলাইনে কেনাকাটায় ব্শ্বিস্ততা বেড়েছে অবিশ্বাস্য গতিতে। সেই সুযোগকে কাজে লাগিয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা অনলাইন বিজনেসকে দিয়েছেন নতুন মোড়।
অনলাইন বিজনেসকে আরো অগ্রসর করতে নগরীর উদ্যোক্তাদের এর মিলনমেলা ও দিনব্যাপী মেলার আয়োজন করে ফেসবুক গ্রুপ ‘বেস্ট ই-কমার্স প্লাটফর্র্ম (বিইসিপি)’।
দিনব্যাপী মেলার আয়োজনে স্টল ঘুরে কেনাকাটা ও খাওয়াদাওয়ায় ব্যস্ত সময় পার করতে দেখা যায় মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের। করোনায় লম্বা সময় ঘরবন্দী থাকার পর মেলায় এসে ভালো লাগার কথা জানান মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা।
মা- কে নিয়ে মেলায় ঘুরতে এসেছিলেন তানজিনা আক্তার। নগরীর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই ছাত্রী সিটিজিনিউজকে জানান, ‘অনেকদিন বাসায় শুয়ে বসে থেকে বিরক্ত হয়ে গিয়েছিলাম। ফেসবুকে দেখলাম, গোলপাহাড়ের লাউঞ্জ রেস্টুরেন্টে উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হবে।
তাই মায়ের সাথে চলে এলাম সময় কাটাতে। করোনায় বাজারে বা মার্কেটে যাওয়া সম্ভব ছিলো না। তখন এই ফেসবুকই ছিলো কেনাকাটার প্রধান মাধ্যম।’
মেলার আয়োজক নগরীর ফেসবুক গ্রুপ বেস্ট ই-কমার্স প্লাটফর্ম (বিইসিপি) এর এডমিনরা সিটিজিনিউজকে বলেন, ‘নতুন উদ্যোক্তাদের কাজের অগ্রগতিকে বাড়িয়ে দিতে আমরা এই মেলার আয়োজন করেছি। এর আগে আমরা অনলাইনেই মেলার আয়োজন করেছিলাম।
উদ্যোক্তাদের আগ্রহের কারণে এবার সরাসরি মেলার আয়োজন করেছি। সব উদ্যোক্তাদের আন্তরিকতায় আমরা মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। মেলায় অংশগ্রহণ করে উদ্যোক্তারাও সন্তুষ্ট হয়েছেন।’
করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আরো বড় পরিসরে মেলা আয়োজন করার পরিকল্পনার কথা জানান তারা। এডমিনরা আরো বলেন, স্বাস্থ্যবিধির বিষয়টি মাথায় রেখে স্টল সাজানো ও দর্শনার্থীদের প্রবেশ করানো যাবতীয় বিষয় লক্ষ রেখেই এই আয়োজন।
মেলায় উদ্যোক্তাদের পরিচিতি বৃদ্ধির সাথে সাথে বিক্রির পরিমাণও বেড়েছে, এমনটাই বলেন উদ্যোক্তা রোকসানা রলি। তিনি বলেন, কিছু কিছু উদ্যোক্তা সকালে স্টল ভর্তি পণ্য সাজিয়ে বসেছেন এবং দিন শেষে সব পণ্য বিক্রি করে বাড়ি ফিরেছেন। এটা নতুন উদ্যোক্তা এবং মেলার জন্য আত্মবিশ্বাস জোগাচ্ছে।
গত কাল রোববার সকাল ১০ টা থেকে রাত ১১টা পর্যন্ত নগরীর গোলপাহাড় মোড়ের লাউঞ্জ রেস্টুরেন্টের হল রুমে অনুষষ্ঠিত হয় এই মেলা।
এসইউ/ কেএন