ভাঙা গলায় লাকি আলির ভিডিও ভাইরাল
বিনোদন : লাকি আলি। সুরের জগতের এক উজ্জ্বল তারকা তিনি। লাকি আলির প্রথম অ্যালবাম ছিল, ‘সুনো’। এই অ্যালবামের জন্য শ্রেষ্ঠ পপ গায়ক পুরস্কার পান ১৯৯৬ সালে। সবকিছু অনায়াসে ছেড়ে দিয়ে নিজের গিটারকে সঙ্গে নিয়ে চলে গিয়েছিলেন নিউজিল্যান্ড। সেখানে চাষবাস আর মাঝেমধ্যে টুং টাং করেই দিন কাটাতে থাকেন। অনেক অনুরোধেও তাকে আর কোনও শো করতে বা মিউজিক অ্যালবাম রের করতে দেখা যায়নি। অথচ একটা সময় বলিউডের সিনেমায় তার গান মানেই জনপ্রিয়তা ছিল তুঙ্গে। এভাবে কেন হারিয়ে গেলেন তিনি?
সম্প্রতি টুইটারে একটি ভিডিও শেয়ার হয়েছে। সেখানে মাথায় সাদা টুপি, পরনে পাঠান পোশাক ও হাতে গিটার। তিনি গাইছেন তার জনপ্রিয় গান, ‘ও সনম’। এই ভিডিও দেখামাত্রই সবাই শেয়ার করতে শুরু করেছেন। টুইটারে মানুষ লাকি আলির জন্য চিন্তাও দেখিয়েছেন।
নিজের নাম, যশ, খ্যাতি সবকিছু একেবারে অবহেলায় ভাসিয়ে দিয়েছেন তিনি। লাকি আলির আসল নাম মকসুদ। বিখ্যাত কমেডিয়ান মেহমুদের ছেলে তিনি। তবে ছোট থেকেই লাকি আলির পছন্দ ছিল গান। অভিনয় নয়। অভিনেতা মেহমুদ এত ব্যস্ত থাকতেন, পরিবারের সঙ্গে সময় কাটাতে পারতেন না । তার ওপর ছোট থেকেই ছেলে মকসুদের পড়াশোনা মুসৌরির বোর্ডিং স্কুলে। ফলে বাবা-ছেলের সম্পর্ক সেভাবে গড়েই ওঠেনি। সে কথা পরে স্বীকার করেছেন দুজনেই। অনেকেই জানেন না মেহমুদের আটজন সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান, লাকি আলি। গানের আগেও লাকি আলির সিনেমায় আগমন অভিনয়ে। তার প্রথম ছবি ১৯৬২ সালে, মেহমুদের পরিচালনায় ‘ছোটে নবাব’। সত্তর ও আশির দশকে ‘ইয়ে হ্যায় জিন্দগি’, ‘হমারে তুমহারে’ এবং ‘ত্রিকাল’-এর মতো কিছু ছবিতে দেখা গেছে তাকে। শ্যাম বেনেগাল পরিচালিত টিভি সিরিজ ‘ভারত এক খোঁজ’-এও অভিনয় করেছেন লাকি। দীর্ঘদিন পর ২০০২ সালে তিনি অভিনয় করেন ‘কাঁটে’ এবং ‘সুর’ ছবিতে। ১৯৭৬ সালে মেহমুদের ছবি ‘এক বাপ ছয় বেটে’ ছবিতে প্রথম গান করেন লাকি।
কাজ করতে গিয়েই লাকির আলাপ মেগান জেন ম্যাক ক্লিয়ারির সঙ্গে। নিউজিল্যান্ডের এই মডেল লাকির মিউজিক ভিডিও ‘ও সনম’-এ অভিনয় করেছিলেন। ১৯৯৬ সালে বিয়ে করেন দুজনে। তাদের দুজন সন্তান, তাওয়ুজ এবং তসমিনা। লাকি আলি তিনবার বিয়ে করেছেন সংবাদমাধ্যমের কাছেও লুকোননি তার বহু সম্পর্ক। ২০০২ সালে লাকির দ্বিতীয় বিয়ে। এ বার তার অর্ধাঙ্গিনী অনাহিতা। লাকিকে বিয়ে করবেন বলে এই পার্সি নারী ধর্মান্তরিত হন। তার নতুন নাম হয় ইনায়া। লাকি-ইনায়ার দুই সন্তান, রাইয়ান এবং সারা। ২০০৯ সালে তৃতীয় বিয়ে প্রাক্তন মিস ইংল্যান্ড কেট এলিজাবেথ হ্যাল্লামকে। ধর্মান্তরিত কেটের নতুন নাম হয় আয়েষা। তাদের ছেলে ডানির জন্ম ২০১১-এ। ২০১৮ সালে বিচ্ছেদ হয়ে গিয়েছে দুজনের।
এতগুলো সন্তান, প্রাক্তন স্ত্রী থাকা সত্ত্বেও একেবারেই একা লাকি আলি। ৬২ বছরের গায়কের জীবন কাটছে একেবারে একা। এই বয়সে গানও আর তাকে সঙ্গ দিচ্ছে না। নিজেই বুঝতে পারছেন সে কথা লাকি আলি। তার এই করুণ ভিডিও সবার চোখে জল এনেছে। এভাবেও হারিয়ে যাওয়া যায়। লাকি আলি কি সত্যিই স্বেচ্ছায় নির্বাসিত, নাকি তার সঙ্গেও হয়েছে বলিউডি চক্রান্ত ! তবে অনেকেই মনে করেন নিজের খাম খেয়ালি জীবনই তাকে সব কিছু থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে।
সূত্র: ওয়েব