পাঁচ কোটি টাকার চালান জব্দ বেনাপোল বন্দরে
সিটিজি নিউজ ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:০১:৪৮,অপরাহ্ন ১৬ নভেম্বর ২০২০
সিটিজি নিউজ ডেস্ক : পাউডারের বদলে কফি ও ওষুধ জাতীয় পণ্য আমদানির অভিযোগে একটি ভারতীয় ট্রাক জব্দ করেছে বেনাপোল বন্দরের কাস্টমস কর্মকর্তারা।
আজ ১৬ নভেম্বর, সোমবার শতভাগ পরীক্ষার পর ছয় হাজার ৪২০ টনের চালানটি জব্দ করা হয়।
জব্দের বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার কল্যাণ মিত্র জানান, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান ‘এম এস রিড এন্টারপ্রাইজ’ ভারত থেকে ছয় হাজার ৪২০ টনের একটি ব্লিচিং পাউডারের চালান আমদানি করে। বেনাপোল বন্দরে প্রবেশের পর গোপন সূত্রে খবর পেয়ে কাস্টমসের আইআরএম টিম ট্রাকসহ চালানটি জব্দ করে বলে জানান তিনি।
জেইউএস