মাইন্ড এইড হাসপাতালের রেজিস্ট্রার গ্রেপ্তার
জাতীয় : এএসপি আনিসুল করিম হত্যা মামলায় মাইন্ড এইড হাসপাতালের রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মামুনকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের উপ-কমিশনার হারুন অর রশীদ।
তিনি জানান, মামুন এজাহারভুক্ত আসামি নন, তবে এই ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ ছিল। মামুনসহ এই মামলায় ১৩ জন গ্রেপ্তার করা হয়েছে।
মামুন জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটে রেজিস্টার ও মাইন্ড এইড হাসপাতালের ভিজিটিং চিকিৎসক। তিনি রোগী ও তার স্বজনদের মাইন্ড এইড হাসপাতালে যাওয়ার জন্য সুপারিশ করতেন। অবৈধ হাসপাতালগুলো সম্পর্কে তথ্য নেয়া হচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, শিগগিরই স্বাস্থ্য অধিদপ্তরের সাথে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হবে।
সূত্র: ডিবিসি নিউজ