জালিয়াতির অভিযোগকে ‘গোত্রের গাত্রদাহ’ বললেন শেঠ
নিজস্ব প্রতিবেদক : দলের একজন সাবেক কেন্দ্রিয় নেতার বিরুদ্ধে আদালতের সিলমোহর ও স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ভুয়া গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে সম্প্রতি বিভিন্ন মহলের সমালোচনার ব্যাপারে মুখ খুললেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি ও দলের প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ।
নিজ দলের নেতাদের এ অভিযোগকে ‘গোত্রের গাত্রদাহ’ বলে অভিহিত করেছেন তিনি। তিনি বলেন, রাজনৈতিকভাবে নাজেহাল করতে এবং উদ্দেশ্যপ্রণোদিত হয়েই এই ধরনের আজগুবি অভিযোগ তুলেছে একটি পক্ষ।’
ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর সীলমোহর ও স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে জাপার সাবেক কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক তপন চক্রবর্তীর বিরুদ্ধে ভুয়া গ্রেফতারি ওয়ারেন্ট তৈরি অভিযোগ উঠেছে সোলায়মান আলম শেঠের বিরুদ্ধে।
গত শনিবার এই জাপা নেতার বিরুদ্ধে জালিয়াতি করে নিজ দলের নেতাকে ফাঁসানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে দলটির একাংশ। তাৎক্ষণিকভাবে এ নিয়ে কথা না বললেও এবার মুখ খুললেন তিনি।
দলীয় সূত্রে জানা যায়, রাজনীতিতে সবসময় সরব ছিলেন মাঠে জাতীয় পার্টির প্রভাবশালী এই নেতা। সম্প্রতি করোনাকালে সামাজিক ও মানিবক কাজ করে জনগণের সুদৃষ্টিতে আসতে চেয়েছিলেন সোলায়মান শেঠ। এটিই কাল হয়ে দাঁড়ায় আলোচিত এই নেতার। তাঁর এই সামাজিক কর্মকাণ্ড মেনে নিতে পারেনি দলের বিরোধী পক্ষীয় নেতার। হঠাৎ তাদের চক্ষুশূল হয়ে পড়েন তিনি। এছাড়া জাতীয় পার্টির এক নেতার মাদকের ব্যবসা নিয়ে কথা বলায় দলের ভেতরে সক্রিয় হয়ে ওঠে ‘শেঠ’ বিরোধী একটি চক্র। বিভিন্ন অজুহাতে অভিযোগ তুলে রাজনীতির ময়দান থেকে তাকে দূরে সরিয়ে রাখতে বানোয়াট অভিযোগ আনা হয়েছে বলেও দাবি করেন সোলায়মান শেঠ।
এ বিষয়ে জানতে মুঠোফোনে কথা হলে তিনি সিটিজিনিউজকে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে মূলধারার রাজনীতি করে আসছি। এতদিন পর আবার রাজনীতির মাঠে সক্রিয় হয়ে উঠেছি। সমাজসেবামূলক কাজ করে যাচ্ছি। কিন্তু একটি পক্ষ চায় না, রাজনীতিতে আমি আবার ফিরে আসি।’
‘তাই তারা আমাকে রাজনীতি থেকে টেনে হিঁচড়ে দূরে সরিয়ে দিতে চাচ্ছে। সবে অল্প কিছু কাজ করেছি অমনি আমার গোত্রের লোকদের গাত্রদাহ হয়ে উঠেছে।’ বলেন তিনি।
এর আগে শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির একাংশের নেতারা।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য ও জাতীয় যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ছিদ্দিকী ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর সিলমোহর ও স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে নিজ দলের নেতার সম্মানহানী ও আদালতের মূল্যবান সময় নষ্ট করায় জাপা নেতা সোলায়মান আলম শেঠের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও দলীয় পদ থেকে অপসারণের দাবি জানান।
সংবাদ সম্মেলনের শেষে নাছির উদ্দিন ছিদ্দিকীসহ কয়েকজন জাপা নেতা দাবি করেন, চট্টগ্রামে নগর জাতীয় পার্টির রাজনীতিতে পরিবর্তন আসছে। দলের সকল স্তরের নেতাকর্মীরা চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি ও দলের প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠের বিরুদ্ধে। আগামী একমাসের মধ্যে ওই পদে পরিবর্তন আসবে।
কেএন/জেএস/এসএম