মরদেহ ভেসে এলো জেটিতে
সিটিজি নিউজ ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৩৫:৫৫,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০২০
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরের ১৩ নম্বর বার্থের ডক অফিস এলাকা থেকে একটি অজ্ঞাত পরিচয় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশ। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি ভাসতে দেখে পুলিশ ও কোস্টগার্ডকে খবর দেয় বন্দরে কর্মরতরা।
সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান জানান, ‘কর্ণফুলী নদীতে জোয়ারে ভেসে আসা একটি মরদেহ দেখে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের কোনো পরিচয় এখনো জানা যায়নি। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ।’
কেএন