জানুয়ারিতে শিক্ষক বদলী অনলাইনে করা হবে- ডিপিই মহাপরিচালক
সিটিজি নিউজ ডেস্ক: আসন্ন জানুয়ারিতে শিক্ষক বদলির ক্ষেত্রে পুরোনো নিয়মের পাশাপাশি আনলাইনের মাধ্যমেও করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)র মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুর।
তিনি বলেন, ‘ডিসেম্বরের মধ্যে সফটওয়্যারের কাজ শেষ করতে নির্দেশনা দিয়েছি। সফটওয়্যারটি তৈরি হয়ে গেলে জানুয়ারিতে শিক্ষক বদলিরর কাজ অনলাইনে শুরু করা যাবে। বদলি কার্যক্রমে কোনো প্রকার দুর্নীতি হোক সেটা আমরা চাই না। তদবির ও অর্থ লেনদেন বন্ধ করতে হলে এই প্রক্রিয়াটিকে ডিজিটাল মাধ্যমে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। জানুয়ারিতে এটি চালু করা গেলে বদলি কার্যক্রম আরও সহজ হবে।’
অনলাইন বদলিতে প্রতিবন্ধী, গুরুতর অসুস্থ শিক্ষক ও বিবাহ বিচ্ছেদ হয়েছে বা বিধবা নারী শিক্ষক এবং স্বামী-স্ত্রী বা সন্তান দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষকদের আলাদা সুযোগ দেওয়া হবে।
উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলি কার্যক্রম জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত চলে। এই বদলি নিয়ে কোনো অনিয়ম-দুর্নীতির অভিযোগ যেন না ওঠে সেজন্য অনলাইনে শিক্ষক বদলির উদ্যোগ নেওয়া হয়েছে।
আরসি/এসইউ