আশা বাঁচিয়ে রাখল নেইমার !
ডেস্কঃ চ্যাম্পিয়নস লীগের নকআউট পর্বে যাবার জন্য একটি জয়ের প্রয়োজন ছিল প্যারিস সেন্ত জার্মেইর (পেএসজি)। সর্বশেষ তিন ম্যাচে পিএসজির একটি জয়ের বিপরীতে হার ছিল দু’টিতে। তার ওপর প্রথম লেগে এই লিপজিগের কাছে হেরেছে তারা।
গতকাল ২৪ নভেম্বর সেই হারের প্রতিশোধ নেওয়ার সঙ্গে পয়েন্ট টেবিলে লিপজিগকে টপকে দুইয়েও উঠে এসেছে পিএসজি। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ছয়। এতে লিপজিগের সাথে তাদের পয়েন্ট সমান হয়ে যায় কিন্তু তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা।
এই জয়ের সঙ্গে নিজের গোল খরাও কাটিয়েছেন নেইমার। ১১ মিনিটে আনহেল ডি মারিয়া ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পিএসজি। একমাত্র এই গোলটি করেছেন নেইমার। এর মধ্যে দিয়ে টুর্নামেন্টে ষষ্ঠ ম্যাচে এসে গোলের দেখা পেলেন এই ব্রাজিলিয়ান।
আরসি/এসইউ