সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১
নিজস্ব প্রতিবেদক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডে কয়েক ঘন্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নারী-পুরুষ নিহত ও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার দক্ষিণ বাইপাসে পৌরসভার হাসান গোমস্তা মসজিদের সামনে ও মাদামবিবিরহাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান আরেকটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে পিকআপ ভ্যান চালক ঘটনাস্থলে নিহত হন।পিকআপ ভ্যানের হেলপার মেহেদী গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।
দক্ষিণ বাইপাসের দূর্ঘটনায় পিকআপ ভ্যান চালক ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার জাহাঙ্গীরের ছেলে আল আমিন (২৮)।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে একটি পিকআপকে পেছন থেকে আরেকটি পিকআপ ধাক্কা দেয়। এতে যে গাড়িটি ধাক্কা দিয়েছে, সেই গাড়ির চালক ঘটনাস্থলে নিহত হন। তার নাম জানা যায়নি। মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। স্বজনরা এলে মরদেহ হস্তান্তর করা হবে।
অপর দুর্ঘটনায় নিহত হন একজন মানসিক ভারসাম্যহীন নারী। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মাদামবিবিরহাট এলাকায় রাস্তায় হাঁটার সময় ভারসাম্যহীন এক নারীকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সীতাকুণ্ড হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাবুল সিটিজিনিউজকে জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি দ্রুতগতির যানের ধাক্কায় একজন মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। নিহতের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসইউ/কেএন