আবারও তক্ষক উদ্ধার, আটক ২ পাচারকারী
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে উদ্ধারের ২৪ ঘন্টা পেরোতেই আবারও উদ্ধার হলো তক্ষক। তবে এবার ফেনী থেকে জোড়া তক্ষকসহ চট্টগ্রামের ২ পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২৫ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার ফেনী মডেল থানাধীন রামপুর এলাকার মদিনা অটো মোবাইল এন্ড ওয়ার্কস এর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকার আশরাফুল ইসলামের ছেলে মোঃ ইয়াকুব আলী (১৮) ও একই এলাকার মৃত মাহমুদুল হকের ছেলে মোঃ শাখাওয়াত হোসেন সাব্বির (১৯)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ মাহমুদুল হাসান জানান, ‘গোপন সূত্র থেকে জানতে পারি, চোরাকারবারী বন্যপ্রাণী (তক্ষক) পাচারের উদ্দেশ্যে ফেনীর রামপুরে অবস্থান করছে। খবর পেয়ে র্যাব-৭ এর একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালানোর চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়।’
‘পরে আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের হেফাজত থেকে ১টি খাঁচাসহ ২টি বন্যপ্রাণী (তক্ষক) উদ্ধার করা হয়।জিজ্ঞাসাবাদে আসামীরা তক্ষক ২টি ২০লাখ টাকায় বিক্রির জন্য চেষ্টা করছিল এবং দীর্ঘদিন যাবত বন্যপ্রাণী (তক্ষক) অবৈধভাবে দেশ-বিদেশে পাচার করে আসছিলো বলে স্বীকারোক্তি দেয়।’ বলেন র্যাবের এডিশনাল এসপি।
‘উদ্ধারকৃত তক্ষক ২টি খাঁচাসহ ফেনীর বিভাগীয় বন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে’ বলেও জানান মাহমুদুল হাসান। তিনি আরো বলেন, ‘গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’
কেএন