অবশেষে করোনা মুক্ত হলেন আ জ ম নাছির !
নিজস্ব প্রতিবেদক : অবশেষে করোনামুক্ত হলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিকাল এন্ড ইনফেকসিয়াস ডিজিসেস (বিআইটিআইডি) ফৌজদারহাটের ল্যাবের নমুনা পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল। তিনি বলেন, ‘ফৌজদারহাটের ল্যাবে নমুনা পরীক্ষায় নাছির ভাইয়ের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।’
এর আগে গত বুধবার চতুর্থবারের মত তাঁর নমুনা পরীক্ষা হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ল্যাবে। সেখানেও তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়।
উল্লেখ্য, প্রথম দফায় গত ৩ নভেম্বর করোনা উপসর্গ নিয়ে নগরীর পার্ক ভিউ হাসপাতালে ভর্তি হন আ জ ম নাছির উদ্দিন।একই দিনে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হলে সন্ধ্যায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। করোনা উপসর্গ নিয়ে ৮ দিন চিকিৎসা নেওয়ার পর ১১ নভেম্বর নগরীর পার্ক ভিউ হাসপাতাল থেকে তিনি বাসায় ফিরেন। এরপর আরো তিনবার তার করোনা শনাক্ত হয়। সর্বশেষ আজ বৃহস্পতিবার পঞ্চমবার তাঁর নমুনা পরীক্ষা হয়।