রিয়াজউদ্দির বাজারে হোটেল থেকে ৭ জুয়াড়ি আটক
নিজস্ব প্রতিবেদক : নগরীর কোতোয়ালী থানাধীন রিয়াজউদ্দিন বাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে সাত জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬নভেম্বর) কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন নুরুল আলম প্রকাশ মন্ডল (৫৭), মোঃ আকতার হোসেন (২৫), ) মোঃ দিদার (২৭), জাহেদুল ইসলাম (২৫) জাহেদুল ইসলাম (২৫), মইনুল ইসলাম তুহিন (১৯), মোঃ নাজিম উদ্দিন (২০), মোঃ ফরহাদ (২৭)।আটককৃত সবার বাড়ী সাতকানিয়া উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, ‘বুধবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রিয়াজউদ্দিন বাজারের পাখির গলিতে হোটেল রাজমনি আবাসিক’র ২১৪নং রুম খেকে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে তাদের আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস এবং সাড়ে ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।’
আটককৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সনের প্রকাশ্যে জুয়া আইনের ৩ ধারায় মামলা দায়ের করে কোর্টে চালান দেওয়া হয়েছে বলেও জানান ওসি মহসন।
এসইউ/কেএন