কারাবন্দিদের জন্য মাস্ক দিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার রফিকুল ইসলাম ও কারা পরিদর্শক নুরুল আলম মিয়ার কাছে মাস্কগুলো হস্তান্তর করেন বেসরকারি কারা পরিদর্শক আব্দুল হান্নান লিটন।
নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে কারাবন্দিদের জন্য ২হাজার পিস মাস্ক দিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি পরিদর্শক ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্দুল হান্নান লিটন।
আজ ২৬ নভেম্বর, বৃহস্পতিবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার রফিকুল ইসলাম ও কারা পরিদর্শক নুরুল আলম মিয়ার কাছে মাস্কগুলো হস্তান্তর করেন বেসরকারি কারা পরিদর্শক আব্দুল হান্নান লিটন।
এসময় তিনি বলেন, ‘কারাবন্দিদের মধ্যে কারো শরীরে করোনা ভাইরাস ধরা পড়লে দ্রুত সবার মধ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। জেলারের মাধ্যমে বন্দিদের স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি বন্দিদের জন্য মাস্ক প্রদান করা হয়েছে।
কারাবন্দিদের স্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
এর আগেও কারাবন্দিদের জন্য আব্দুল হান্নান লিটন তাঁর ব্যক্তিগত তহবিল থেকে সুরক্ষা সামগ্রী হিসেবে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবান ইত্যাদি দিয়েছিলেন।
কেএন