ফরিদ বঙ্গবাসীর সংগীতায়জনে মৌলিক গান গাইলেন রাঈসা
নিজস্ব প্রতিবেদক : ফরিদ বঙ্গবাসীর সংগীতায়জনে লোকজ ধারার মৌলিক গান নিয়ে দীর্ঘদিন পর মিডিয়ায় ফিরলেন জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত চ্যানেল আই ক্ষুদে গানরাজ (২০১৩) তারকা রাইসা সুগন্ধি।
ইতোমধ্যে ‘তোমার সাথে ভাব করিয়া’- শিরোনামের একটি গানের রেকর্ডিং এবং ভিডিওর কাজ শেষ হয়েছে ৷গানটির কথা লিখেছেন রুশমী চৌধুরী এবং সুরকার ও মিউজিক কম্পোজারে ফরিদ বঙ্গবাসী৷
এ প্রসঙ্গে সুগন্ধি বলেন, অত্যন্ত মেলোডিয়াস এবং মেজাজি সুরের একটি গান গাওয়ার সুযোগ পেলাম ৷ দীর্ঘদিন পর মিডিয়ায় নিয়মিত হতেই একটি ভালো গান করার সুযোগ পাওয়া অত্যন্ত ভাগ্যের ব্যাপার৷ আমার বিশ্বাস গানের কথা, সুর এবং কম্পোজিশন সব মিলিয়ে গানটি নিঃসন্দেহে দর্শক শ্রোতাদের ভাল লাগবে।
আগামী সপ্তাহে ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, নরসিংদীর মেয়ে রাইসা সুগন্ধির ঝুলিতে আছে মোট ১৪ টি জাতীয় পুরস্কার। এছাড়া ২০১১ সালে কোলকাতার রূপসী বাংলা চ্যানেলে ‘সিংগিং স্টার-নামের রিয়ালিটি শোতে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। রাইসা বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নজরুল সংগীত ও আধুনিক গানের তালিকাভুক্ত নিয়মিত শিল্পী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রী রাইসা পড়াশোনার জন্য বেশ কিছু দিন মিডিয়া জগৎ থেকে দূরে থাকলেও এখন পুরো দমে ফিরেছেন মিডিয়ায়৷
শিল্পী ও সংগীত পরিচালক ফরিদ বঙ্গবাসী বলেন, ‘অসম্ভভ মিষ্টি কণ্ঠের অধিকারী রাইসা সুগন্ধি। মৌলিকগানে তার গায়কী অসাধারণ।’