১৩ মামলার পরোয়ানাভূক্ত আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ১৩ টি মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত এক আসামিকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপন সংবাদরে ভিত্তিতে তাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার মাহমুদুল হাসান নগরীর খুলশী থানার পূর্ব নাসিরাবাদ এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
গ্রেফতার মাহমুদুলের বিরুদ্ধে ৯টি সাজা পরোয়ানাসহ মোট ১৩টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান সিটিজি নিউজকে জানান, গ্রেফতারকৃত মাহমুদুল হাসানের বিরুদ্ধে সাত কোটি টাকারও বেশি চেকের মামলা রয়েছে।নয়টি মামলায় তার সাজাও হয়েছে।দীর্ঘদিন সে ঢাকা-কুমিল্লা পলাতক ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরীর অন্যান্য থানায়ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানান ওসি ।’
এসইউ