কর্ণফুলীতে ২ মেট্রিক টন জাটকা জব্দ
নিজস্ব প্রতিবেদক: কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ২ মেট্রিক টন জাটকা জব্দ করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।একই সময় দুইজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ ২৬ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে নগরীর সদরঘাট থানাধীন এলাকার কর্ণফুলী নদীতে এই অভিযান চালানো হয়।এতে সহায়তা করেন জেলা মৎস্য অফিস, কোস্ট গার্ড ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তারা।
জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ‘‘টি আর ডিজনী’ জাহাজে প্রচুর পরিমাণে আহরণ, বিপণন, বাজারজাতকরণ নিষিদ্ধ জাটকা আছে এমন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করি। এসময় নিষিদ্ধ জাটকা সংরক্ষণের দায়ে মেহেদী হাসান সবুজ(২৫) ও কামাল হোসেন (৪২) নামে দুই মাছ ব্যবসায়ীকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।’
তিনি আরও বলেন, ‘সরকারী নির্দেশনা অনুযায়ী নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা আহরণ, বিপণন ও বাজারজাতকরণ নিষিদ্ধ। এসময় যারা জাটকা আহরণ করে ইলিশের স্বাভাবিক সাইজে পরিণত হতে বাধাগ্রস্ত করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হচ্ছে।’
জাটকা নিধনকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে জানিয়ে ম্যাজিস্ট্রেট বলেন, ‘যেখানে ইলিশ মাছ ধরার এখনো সুযোগ রয়েছে সেখানে কেন অসাধুরা ইলিশ ধ্বংসে জাটকা নিধন করবে। ক্ষুদ্রতর স্বার্থ হাসিল করার জন্যে বৃহত্তর স্বার্থ নষ্ট করছে তারা। তাই এ ধরনের কাজে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এমকে/জেইউ/কেএন