মাদকাসক্ত ছেলেকে ঘরে ঢুকতে না দেয়ায় খুন হলেন বাবা
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মাদকাসক্ত ছেলেকে ঘরে ঢুকতে না দেয়ায় বাবাকে খুন করেছে ছেলে লিটন (৪০)।
আজ ২৬ নভেম্বর, বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার উত্তর আমিরাবাদ বণিক পাড়ায় এ ঘটনা ঘটে। আনন্দ মোহন ধর (৬৫) নামের সেই বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
খুনের ঘটনায় অভিযুক্ত লিটন ধরকে (৪০) গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন।
তিনি বলেন, ‘মাদক সেবন করে বাড়িতে আসায় লিটনকে ঘরে ঢুকতে দেননি বাবা আনন্দ মোহন ধর। এতে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তার বাবাকে জখম করে লিটন। ঘটনাস্থলে আনন্দ মোহন মারা যান। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
কেএন