কোতোয়ালীতে অস্ত্রসহ দুই কিশোর গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ নগরীর কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন এলাকা থেকে চাঁদাবাজি মামালায় দেশীয় অস্ত্রসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হল, মো. রাশেদুল ইসলাম(১৯) ও মুহাম্মদ নাঈম উদ্দিন(১৯)। এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
রোববার ২৯ নভেম্বর, কোতোয়ালী থানা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।গ্রেফতারকৃতরা নগরীর কতোয়ালী থানাধীন রিয়াজউদ্দিন রাজার সংলগ্ন মা-বাবা শুটকি দোকানের কাজ করেন।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) অমতিাভ দত্ত জানান, সায়েম খান নামেে একজন চাকরিজীবীকে রাশেদুল ইসলাম ও নাঈম উদ্দিন এরা দু’জন মিলে রাশেদুল ইসলামের বাসায় আটকে রেখে শারীরিক নির্যাতন করে।সায়েম খানকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে।টাকা না দিলে পরিচিত লোকজন ও আত্নীয় স্বজনদের নিকট ভিডিও প্রকাশ করার হুমকি প্রদান করে। সায়েম খান বিকাশের মাধ্যমে তাদের টাকা প্রদান করে বেরিয়ে আসেন। পরে তিনি এ বিষয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযোগ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে রিয়াজ উদ্দিন বাজার মাংস হাটা লেইনের পাশে গগন মার্কেটে অভিযান চালিয়ে রাশেদুল ইসলামকে (২২) গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত রাশেদুল ইসলামের স্বীকারোক্তিতে রিয়াজউদ্দিন বাজার ইলেকট্রিক গলিতে পুলিশ অভিযান চালিয়ে অপরসহযোগী নাঈম উদ্দিনকে গ্রেফতার করে।
অভিযানের সময় সায়েম খানের উপর নির্যাতনে ব্যবহৃত আলামত চুল কাটার মেশিন, লোহার রড ও বিকাশে পাঠানো ১০ হাজার জব্দ করেন।
আরসি/এসইউ