শতবর্ষ পর ৫০০ শয্যা বাড়ছে জেনারেল হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক : ১৯০১ সালে হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই চট্টগ্রামবাসীকে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। শতবর্ষ ধরে চিকিৎসা সেবা দিলেও বাড়েনি শয্যার সংখ্যা। অবশেষে ২৫০ শয্যা থেকে ৭৫০ শয্যায় উন্নীত হওয়ার পথে নগরীর প্রাচীন এই হাসপাতাল।
আজ ২৯ নভেম্বর, রোববার, এই হাসপাতালে আরো ৫০০ শয্যার একটি নতুন ইউনিট স্থাপনে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের সন্তান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। পরবর্তীতে এ হাসপাতাল যাতে ১ হাজার শয্যার হয়, তার জন্যই এ উদ্যোগ- বলেছেন তিনি।
নতুন এই ইউনিট স্থাপনের জন্য হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।রোববার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কোভিড আইসোলেশন ইউনিট আধুনিকায়ন উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
করোনাকালীন সময়ে দেশের অনেক স্বনামধন্য প্রতিষ্ঠানের কর্ণধাররাও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন উল্লেখ করে শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘এতেই বুঝা যায় এই হাসপাতাল সর্বস্তরের মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। সরকারি চিকিৎসা সেবা বাড়াতে জেনারেল হাসপাতালে আরও সক্ষমতা বাড়ানো প্রয়োজন। এখানে আরও ৫০০ শয্যার একটি ইউনিট তৈরির ব্যবস্থা নেওয়া হবে, যাতে এই হাসপাতালে ১ হাজার শয্যার হয়।’
উল্লেখ্য, ১৮৪০ সালে একটি ডিসপেনসারি হিসাবে কার্যক্রম শুরু করে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানটি। পরে ১৯০১ সালে তা উন্নয়ন করে চট্টগ্রাম মহানগরের আন্দরকিল্লা মৌজার রঙমহল পাহাড়ের শীর্ষে এটিকে একটি হাসপাতালে হিসেবে প্রতিষ্ঠিত করা হয়।
১৯৮৭ সালে হাসপাতালটিকে ৮০ শয্যায় রূপান্তরিত করা হয় ও পরে ১৫০ শয্যায় উন্নীত করা হয়। ২০১২ সালে ১০০ শয্যা বাড়িয়ে হাসপাতালটিকে ২৫০ শয্যাবিশিষ্ট করা হয় যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন।
কেএন