ছাড়পত্র নবায়ন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রাম মিরসরাই এলাকায় পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করায় মেসার্স খাজা ব্রিক্স’কে ৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
আজ রবিবার (২৯ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর’র চট্টগ্রাম অঞ্চল পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন শুনানি শেষে এ জরিমানার আদেশ দেন।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয় থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন বলেন, পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করায় এ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৭ মোতাবেক মিরসরাই এলাকার মেসার্স খাজা ব্রিক্স’কে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন,চাঁদপুর মতলব এলাকায় মল্লিক ডায়াগনস্টিক সেন্টারকে ছাড়পত্র শর্তভঙ্গের অপরাধে এক হাজার টাকা জরিমানা করা হয়।এ আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন।
এমকে