চট্টগ্রামে আরও ৩ দিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় (সময়সহ)
নিজস্ব প্রতিবেদক : নগরীর আগ্রাবাদ, বাকলিয়া, পাহাড়তলী-খুলশী, চান্দগাঁও, হালিশহরসহ পটিয়া ও হাটহাজারীর গুরুত্বপূর্ণ বেশ কিছু এলাকায় আজ ৩০ নভেম্বর, সোমবার থেকে ২ ডিসেম্বর, বুধবার পর্যন্ত বিভিন্ন এলাকায় বিভিন্ন দিন বেশ অনেকটা সময়জুড়ে বিদ্যুৎ থাকবে না।
বেশিরভাগ এলাকাতেই সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। কোনো কোনো এলাকায় বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে।
উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ চালু হতে পারে বলে তাতে জানানো হয়েছে।
আগ্রাবাদ ও আশেপাশের এলাকা
মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০ — সকাল ৭টা থেকে দুপুর ২টা
বিক্রয় ও বিতরণ বিভাগ, আগ্রাবাদ
এর আওতাধীন এইচ/১৪ (আংশিক) এর আওতায় দেওয়ানহাট, ডবলমুরিং থানা, প্রিয়ম গার্মেন্টস ও আশপাশের এলাকা।
পাহাড়তলী ও আশেপাশের এলাকা
সোমবার, ৩০ নভেম্বর ২০২০ — সকাল ৭টা থেকে বিকাল ৪টা
বিক্রয় ও বিতরণ বিভাগ, পাহাড়তলী
এর আওতাধীন পাহাড়তলী-খুলশী এইচ ১০ (আংশিক) এর আওতায় মনসুরাবাদ পাহাড়তলী বাজার, লাকী হোটেল ও আশপাশের এলাকা।
রামপুর-হালিশহর ও আশেপাশের এলাকা
বুধবার, ২ ডিসেম্বর ২০২০ — সকাল ৭টা থেকে দুপুর ২টা
বিক্রয় ও বিতরণ বিভাগ, রামপুর
এর আওতাধীন ১১ কেভি ফিডার নং এইচ-৩ (আংশিক) এর আওতায় গাউসিয়া মোড়, হালিশহর বাস স্ট্যান্ড ও আশপাশের এলাকা।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
কেএন