অর্থনৈতিক খাতে শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের নাম ঘোষণা করবেন জো বাইডেনের!
আন্তর্জাতিক ডেস্কঃ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে স্থানীয় সময় আজ সোমবার অর্থনৈতিক খাতে শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের নাম ঘোষণা করতে পারেন জো বাইডেন।যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর প্রশাসনের শীর্ষ পর্যায়ের লোকজনকে বাছাইয়ের কাজ চালিয়ে যাচ্ছেন পুরোদমে।
এর আগে মন্ত্রী ও মন্ত্রী পদমর্যাদার ছয়জনের নাম ঘোষণা করেছেন তিনি। ওবামা প্রশাসনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালের সহকর্মীদের অনেককেই নিজের প্রশাসনে রাখছেন বাইডেন।
রয়টার্স জানিয়েছে, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ সিসিলিয়া রৌজকে কাউন্সিল অব ইকনোমিক অ্যাডভাইজরসের চেয়ারম্যান করা হতে পারে। যুক্তরাষ্ট্রের সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালে এদের নাম বলা হয়েছে।
এ ছাড়া গতকাল রোববার নিউইয়র্ক টাইমসের ব্রায়ান ডিজকে ন্যাশনাল ইকনোমিক কাউন্সিলের প্রধান করা হতে পারে বলে জানানো হয়েছে।
জো বাইডেন প্রবীণ ডেমোক্র্যাটিক মুখপাত্র জেন সাকিকে প্রেস সেক্রেটারি এবং নির্বাচনি প্রচারণার মুখপাত্রের দায়িত্বে থাকা কেইট বেডিংফিল্ডকে হোয়াইট হাউসের কমিউনিকেশনস ডিরেক্টর হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন বলে জানিয়েছে রয়টার্স।
এদিকে, আজ সোমবার প্রথম অতিগোপনীয় প্রেসিডেন্সিয়াল ব্রিফ পেতে যাচ্ছেন জো বাইডেন। গতকাল রোববার তাঁর অফিসকে এ তথ্য জানানো হয়েছে।
আরসি