স্পোর্টস ডেস্ক: গত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে লঙ্কানদের বিপক্ষে লিড নিয়েছে সফরকারী ইংল্যান্ড। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ৩ উইকেটে ২০৬ রান।
আগের দিনের ২ উইকেটে ১২৭ রান নিয়ে ব্যাট করতে আসেন অধিনায়ক জো রুট ও জনি বেয়ারেস্টো। কিন্তু বৃষ্টি বাগড়া দেওয়ায় খেলা বন্ধ থাকে। পুনরায় খেলা শুরু হলে কিছুটা মন্থর থাকে ইংল্যান্ডের রান তোলার গতি। দলীয় ১৩১ রানে আউট আউট হন জনি বেয়ারেস্টমি। ফিফটি থেকে ৩ রান দূরে এমবুলদেনিয়ার বলে কাটা পড়েন।
তবে অন্য প্রান্তে অবিচল অধিনায়ক জো রুট ইংলিশদের লিড এনে দেন। লরেন্সকে সঙ্গে নিয়ে ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি তুলে নেন তিনি। লঙ্কানদের হয়ে ৩টি উইকেট নিয়েছেন এমবুলদেনিয়া।
এর আগে মাত্র ১৩৫ রানে গুটিয়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কার প্রথম ইনিংস।
এন-কে