নিজস্ব প্রতিবেদক: বাঁশখালী পৌরসভার এক নম্বর ওয়ার্ডে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছে একতা পরিষদ।
আজ ১৫ জানুয়ারি, শুক্রবার বিকাল ৩ টার দিকে পৌরসভার ভাদালিয়া দারুল উলুম হামিউসুন্নাহ বড় মাদ্রাসার মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।
বাঁশখালী একতা পরিষদের সভাপতি এমডি হারুন বলেন, আমাদের সংগঠনটা সম্পূর্ণ অরাজনৈতিক এবং আমাদের এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দাঁড়ানোর সংগঠন।
প্রথম ধাপে সংগঠনটির পক্ষ থেকে গরীব, দুঃখী,এতিম মানুষের মাঝে প্রায় দেড়শতাদিক কম্বল বিতরণ করা হয়।ভাদালিয়া দারুলউলুম হামিউসুন্নাহ মাদ্রাসার এতিম খানায় পনেরটি এবং বাইতুল ইরফান এতিমখানায় দশটি কম্বল প্রদান করা হয়। এবং গবীর রাতে রাস্তায় ভাসমান ত্রিশ জন কে প্রদান করা হয়েছে।
কম্বল বিতরণ আনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাজী মৌলানা মনসুর, বাঁশখালী একতা পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডাক্তার মোহাম্মদ আলী, উপদেষ্টা মন্ডলীর সদস্য মোহাম্মদ নাছির, বাঁশখালী একতা পরিষদের সদস্য মো.নুরুল আমিন, বাঁশখালী একতা পরিষদের সদস্য হাফেজ লোকমান, মো. ফরিদ, সহ উক্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমকে