স্পোর্টস ডেস্ক: প্রায় এক বছর পর মাঠে ফিরছে টাইগাররা। আর তাই বাঁধভাঙা উচ্ছ্বাস ক্রিকেট ভক্তদের মাঝে। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। উইন্ডিজদের হারিয়ে প্রত্যাবর্তনটা হবে রাজকীয়। এমনটাই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের। তবে, দর্শকদের আক্ষেপ আছে মাঠে বসে খেলা দেখতে না পারায়।
কেটেছে অমানিশা। ফুটেছে আলোর রেখা। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা মাঠে গড়াচ্ছে। ক্যালেন্ডারের পাতায় পাক্কা ৩১৩ দিন। ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর কোনোদিন এতগুলো দিন ক্রিকেট ছাড়া থাকেননি খেলোয়াড়রা। প্রায় এক বছর পর দর্শকরা তামিমের পাওয়ার শট, ব্যাটে-বলে সব্যসাচী সাকিবকে দেখতে উন্মুখ। অসুস্থ পৃথিবীর মাঝে লাল-সবুজদের ক্রিকেট ফেরায় সবচেয়ে খুশি তারাই।
দর্শকরা জানান, ক্রিকেট ফেরায় খুব ভালো লাগছে। এতো দিন ঘরে বসে ছিলাম, এখন ম্যাচ দেখতে পারবো। সাকিব ভাইয়ের খেলা দেখতে পারবো এটা ভাবতেই ভালো লাগছে। আশা করি সে তার মতই ফিরবে।
তবে আক্ষেপ আছে দর্শকদের। কিছুদিন আগে বাংলাদেশ-নেপালের ফুটবল ম্যাচকে ঘিরে মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় প্রাণে আশার সঞ্চার করেছিল। ভক্তরা আশা করেছিলেন, তারাও মাঠে গিয়ে খেলা দেখে সাক্ষী হবেন বাংলাদেশের প্রত্যাবর্তনের। কিন্তু তাদের মনে প্রশ্ন, অস্ট্রেলিয়ায় দর্শক ঢুকতে পারলে, বিসিবি কেনো মিরপুরে হোম অব ক্রিকেটে দর্শক ঢুকতে দিচ্ছে না।
দর্শকরা জানান, সারা বিশ্বের অনেক দেশ যেখানে মাঠে খেলা দেখতে দিচ্ছে। সেখানে আমাদের মাঠে যেতে দেয়া হচ্ছে না। এটা উচিত না, অন্তত সীমিত আকারে, স্বাস্থ্যবিধি মেনে আমাদের মাঠে ঢুকতে দেয়া উচিত ছিল।
উইন্ডিজদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ ফিরবে চেনা রূপে। ২২ গজে ফিরবে প্রাণ। এমনটাই চাওয়া ক্রিকেট পাগল মানুষের।
এন-কে