নিজস্ব প্রতিবেদক: পুলিশের কাজে ব্যবহার করার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে(সিএমপি) একটি মাইক্রোবাস উপহার দিয়েছে জিপিএইচ ইস্পাত লিমিটেড।
আজ ২৫ জানুয়ারি, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দামপাড়ার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের সদর দপ্তরে পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের কাছে মাইক্রোবাস হস্তান্তর করেন জিপিএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, আগের চাইতে পুলিশ এখন অনেক আধুনিক এবং স্মার্ট। জিপিএইচ ইস্পাতের আজকের এ উপহার আমাদের কাজকে বেগবান করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম- সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস. এম. মোস্তাক আহমেদ খান, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আমির জাফর প্রমুখ ।
ইউআর/ এসএম